Welcome to Our Blog

ছবি নিয়ে গুগলের নতুন অ্যাপ্লিকেশন

by Admin for IT News 27-Mar-2017 0 Comments

ছবি সহজে সম্পাদনা, গ্রুপে শেয়ার করার সুবিধা দিতে গুগল চালু করছে ‘সোশ্যাল ফটোজ অ্যাপ’ নামের একটি মোবাইল অ্যাপ্লিকেশন। গুগলের এই অ্যাপ ব্যবহারকারীকে ছবিতে নানা ধরনের ফিল্টার ব্যবহারের সুযোগ দেবে। গুগল এতে কম্পিউটার ভিশন প্রযুক্তি যুক্ত করবে বলে সহজে ছবি ট্যাগ করা যাবে।

গুগল কর্তৃপক্ষ বলছে, তারা এখন শুধু মিডিয়া অ্যাপ নিয়ে ভাবছে না। এখন ছবির মাধ্যমে সামাজিক যোগাযোগের বিষয়টি নিয়ে ভাবছে। তারা একটি অ্যাপ তৈরি করছে, যাতে যৌথভাবে ছবি বিনিময়, সম্পাদনার মতো কাজ করা যাবে।

গুগলের মতো অ্যাপলও ক্লিপস নামের একটি অ্যাপ্লিকেশনের ঘোষণা দিয়েছে। এটি দিয়ে ভিডিও তৈরি ও সামাজিক যোগাযোগের মাধ্যমে সহজে শেয়ার করা যাবে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চকে গুগল কর্তৃপক্ষ বলেছে, বর্তমানে গুগল বেশ কিছু বিষয় নিয়ে পরীক্ষা চালাচ্ছে। অ্যাপটি তারই অংশ। এটি সাধারণ কোনো মেসেজিং অ্যাপ্লিকেশন নয়, বরং যৌথভাবে ছবি নিয়ে কাজ করার একটি অ্যাপ।

অবশ্য অ্যাপটি কবে উন্মুক্ত করা হবে, এ বিষয়ে গুগল কর্তৃপক্ষ কিছু জানায়নি।

গুগলের এই অ্যাপ পাথ নামের একটি অ্যাপ্লিকেশনের প্রতিদ্বন্দ্বী হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। আগামী মে মাসে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় গুগলের বার্ষিক সম্মেলনে গুগলের নতুন অ্যাপটির ঘোষণা আসতে পারে।

More from my site

Leave a Reply

Blog Categories

Popular Posts