দুই হাতে গুলি করতে পারে মানুষের আকৃতির এই রোবট!
২০২১ সালে চাঁদে রোবট পাঠাবে রাশিয়া। এর জন্য মানুষের আকৃতির একটি রোবটও বানিয়ে ফেলেছেন বিজ্ঞানীরা। এখন এটাকে নিয়ে চলছে গবেষণা। এই রোবট কেবল যে চাঁদে যেতে সক্ষম তাই নয়, এর রয়েছে নানা কাজের গুণ। ওজন তোলা থেকে শুরু করে একটি জিপও তুলতে পারে সে। শুধু তাই নয়, সিনেমার নায়কদের মতো দুই হাতে দুটো বন্দুক দিয়ে গুলি করতেও সক্ষম সে!