মাইক্রোসফটের চমক
অবশেষে প্লাটিনাম সদস্য হিসেবে লিনাক্স ফাউন্ডেশনের সঙ্গে হাত মিলিয়েছে মাইক্রোসফট করপোরেশন। গত বৃহস্পতিবারের এই ঘোষণা অনেকের কাছেই চমকের মতো ছিল। লিনাক্স ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জিম জেমলিনের কথাতেও সে প্রকাশই ছিল। মাইক্রোসফটের সঙ্গে তাদের সম্পর্কের ইতিহাসের উল্লেখ করে তিনি বলেন, ‘এটা অনেকটা চমকের মতো, তারা আগে খুব একটা ভক্ত ছিল না।’
লিনাক্স ফাউন্ডেশনের প্লাটিনাম সদস্য হতে হলে প্রায় পাঁচ লাখ ডলার অনুদান দিতে হয়। এমন সদস্যের মধ্যে রয়েছে সিসকো, ফুজিৎসু, এইচপিই, হুয়াওয়ে, আইবিএম, ইনটেল, এনইসি, ওরাকল, কোয়ালকমের মতো প্রতিষ্ঠান।
মেহেদী হাসান, সূত্র: টেকক্রাঞ্চ