Welcome to Our Blog

মাইক্রোসফটের চমক

by Admin for IT News 19-Nov-2016 0 Comments

অবশেষে প্লাটিনাম সদস্য হিসেবে লিনাক্স ফাউন্ডেশনের সঙ্গে হাত মিলিয়েছে মাইক্রোসফট করপোরেশন। গত বৃহস্পতিবারের এই ঘোষণা অনেকের কাছেই চমকের মতো ছিল। লিনাক্স ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জিম জেমলিনের কথাতেও সে প্রকাশই ছিল। মাইক্রোসফটের সঙ্গে তাদের সম্পর্কের ইতিহাসের উল্লেখ করে তিনি বলেন, ‘এটা অনেকটা চমকের মতো, তারা আগে খুব একটা ভক্ত ছিল না।’

ইতিহাস যা-ই বলুক, মাইক্রোসফটের নতুন প্রধান নির্বাহী সত্য নাদেলা ভিন্ন পথে চলছেন, গাইছেন ভিন্ন সুরে। তাঁর নেতৃত্বে বর্তমানের মাইক্রোসফট মুক্ত সফটওয়্যারের বড় দাতা হিসেবে পরিচিত, গত কয়েক বছরে উবুন্টুসহ অনেক মুক্ত সফটওয়্যার প্রকল্পে সমর্থন দিয়ে এসেছে। তবু প্রতিষ্ঠান দুটি যে হাত মেলাবে, অনেকেই তা আশা করেননি। কারণটা সহজেই অনুমেয়। অতীতে সফটওয়্যার ও অপারেটিং সিস্টেমের বাজার দখলে প্রতিষ্ঠান দুটি রীতিমতো লঙ্কাকাণ্ড বাঁধিয়ে দিয়েছিল। মাইক্রোসফটের প্রাক্তন প্রধান নির্বাহী স্টিভ বলমারের কাছে লিনাক্স ছিল অনেকটা ‘ক্যানসার’-এর মতো।

লিনাক্স ফাউন্ডেশনের প্লাটিনাম সদস্য হতে হলে প্রায় পাঁচ লাখ ডলার অনুদান দিতে হয়। এমন সদস্যের মধ্যে রয়েছে সিসকো, ফুজিৎসু, এইচপিই, হুয়াওয়ে, আইবিএম, ইনটেল, এনইসি, ওরাকল, কোয়ালকমের মতো প্রতিষ্ঠান।

মেহেদী হাসান, সূত্র: টেকক্রাঞ্চ

More from my site

Leave a Reply