Welcome to Our Blog

ল্যাপটপে তিন স্ক্রিন!

by Admin for IT News 07-Jan-2017 0 Comments

বিশ্বে প্রথমবারের মতো তিন স্ক্রিনযুক্ত ল্যাপটপের ধারণা দিল গেমিং পিসি নির্মাতা রেজার। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে সিইএস টেক শো উপলক্ষে এ ল্যাপটপের ধারণা দিয়েছে প্রতিষ্ঠানটি। ভ্যালেরি প্রকল্পের অধীনে এ ল্যাপটপ তৈরি করছে রেজার। অবশ্য এখনো এটি ধারণা পর্যায়ে থাকায় কবে নাগাদ এটি বাজারে ছাড়া হবে তা নিশ্চিত নয়।
ল্যাপটপের মূল স্ক্রিনের সঙ্গে দুই পাশে দুটি স্ক্রিন স্লাইড আকারে বের হবে। প্রতিটি স্ক্রিন ১৭ ইঞ্চি মাপের।
গেমিং বিশ্লেষক জোনাথান ওয়াগস্টাফ বলেন, এখন গেমাররা একটির বেশি মনিটর ব্যবহার করেন। যদিও এই মনিটর প্রচলিত নয়, তবুও এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। মানুষ অবশ্যই এই ল্যাপটপ কিনবে।
সিইএস মেলায় গেমিং ল্যাপটপ হিসেবে আসার ঘোষণা দিয়েছে প্রিডেটর ২১ এক্স। এর দাম ৮ হাজার ৯৯৯ মার্কিন ডলার। এ ছাড়া ১৭ ও ১৫ ইঞ্চি মডেলের নোটবুক ওডিসির ঘোষণা দিয়েছে স্যামসাং। তথ্যসূত্র: বিবিসি।

More from my site

Leave a Reply