সাইবার আক্রমণের শক্তিশালী অস্ত্র, ডিডিওএস সম্পর্কে জেনে নিন
বর্তমানে বহু ওয়েবসাইট ও অনলাইন সেবাদাতার জন্য আতঙ্কের বিষয় অনলাইন আক্রমণ। এ আক্রমণের অন্যতম হাতিয়ার হলো ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অব সার্ভিস বা ডিডিওএস। সম্প্রতি টুইটার, রেডিট, স্পটিফাই ও সিএনএন এর মতো সাইটও সাইবার আক্রমণের শিকার হয়। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে লাইভ সায়েন্স।
হ্যাকারদের হামলায় নানা ওয়েবসাইটের অনেকগুলোই অফলাইনে চলে যায়। কিন্তু কী কারণে এ সমস্যা, সে বিষয়ে অনুসন্ধান করলে জানতে পারবেন, আপনার ব্রাউজারে যে ঠিকানা টাইপ করলে আপনি সাইটটিকে পাবেন সেই ব্রাউজারের সঙ্গে সার্ভারের সংযোগ স্থাপিত হয় না। আর এর পেছনে থাকতে পারে ডিডিওএস আক্রমণ।
কিন্তু এই ডিডিওএস সাইবার আক্রমনটা আসলে কী? ডিডিওএস (ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অব সার্ভিস) এমন একটি সাইবার আক্রমণ যেখানে অনলাইনে থাকা একটি ওয়েবসাইটকে একাধিক উৎস থেকে ইন্টারনেট ট্রাফিক থেকে বিচ্ছন্ন করে অফলাইনে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়।
এটি করতে প্রায় ১০ হাজার কম্পিউটারকে একটি নেটওয়ার্কে যুক্ত করা হয় এবং একসঙ্গে নেটওয়ার্কে যুক্ত থাকা সব কম্পিউটার থেকে কোনো একটা ওয়েবপেজ লোড করতে চেষ্টা করা হয় যা ‘বটনেট’ নামে পরিচিত। ফলে একসঙ্গে এত লোড নিতে অক্ষম হয়ে একটি ওয়েবপেজ অফলাইনে চলে যায়।
কিভাবে একটি বটনেট নির্মিত হয়? সবগুলো কম্পিউটারকে একটি বটনেট নেটওয়ার্কে যুক্ত করার জন্য হ্যাকাররা প্রথমে পৃথকভাবে প্রতিটি কম্পিউটারের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এ উদ্দেশ্যে হ্যাকাররা প্রথমে কম্পিউটারগুলোর অপারেটিং সিস্টেমের মধ্যে দুর্বলতা খুঁজে বের করে এবং এরপর বিভিন্ন ক্রটিযুক্ত সফটওয়্যার ইনস্টল করার জন্য বার্তা পাঠায় কম্পিউটার ব্যবহারকারীর কাছে এবং যদি কেউ সেই সফটওয়্যারগুলো ইনস্টল করে তবে সঙ্গে সঙ্গে ওই কম্পিউটারের ওপর হ্যাকাররা দূরবর্তী স্থান থেকে প্রবেশাধিকার পেয়ে যায়।
কিভাবে একটি ডিডিওএস আক্রমণ সংগঠিত হয়? হ্যাকাররা তাদের নিয়ন্ত্রণে থাকা সব কম্পিউটারের সঙ্গে যোগাযোগ করার জন্য একটি ছোট প্রোগ্রাম ব্যবহার করে। এরপর তারা প্রোগ্রাম ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে তাদের নিয়ন্ত্রণে থাকা সব কম্পিউটারকে নির্দেশ পাঠায় কোনো একটি নির্দিষ্ট সার্ভার বা ওয়েবসাইটে একসঙ্গে ডায়াল শুরু করার জন্য।
একটি ডিডিওএস আক্রমণ যেকোনো ওয়েবসাইটের জন্য ভয়ানক হতে পারে কারণ সঠিক প্রযুক্তিগত দক্ষতার সঙ্গে তখন যে কেউ অনেক সহজে সেই সার্ভার বা ওয়েবসাইট নিয়ন্ত্রণ করতে পারবে। তবে বটনেট নির্মাণ করা অনেক কঠিন এবং দীর্ঘ সময়ের ব্যাপার। এ কারণে কিছু উচ্চাভিলাষী সাইবার অপরাধী আক্রমণের জন্য একে অপরের সঙ্গে বটনেট শেয়ার করে।
কেন সাইবার অপরাধীরা ডিডিওএস আক্রমণ চালায়? সাইবার অপরাধীরা বিভিন্ন কারণে এই ডিডিওএস আক্রমণ চালায়। ব্যাংক থেকে শুরু করে সংবাদপত্রের ওয়েবসাইটসহ বিভিন্ন ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ তথ্য এবং সম্পদ চুরি করার জন্য সাইবার অপরাধীরা এই ডিডিওএস আক্রমণ চালায়। এ ছাড়া সাইবার অপরাধীরা প্রায়ই ব্ল্যাকমেইল করার জন্য এটা করে। তবে প্রচলিত আইন অনুযায়ী এ ধরনের আক্রমণ পরিচালনা করা নিষেধ। আক্রমণকারীদের কঠোর শাস্তির বিধান রয়েছে।