Welcome to Our Blog

সেরা ক্যামেরাযুক্ত কমদামের স্মার্টফোনগুলো

by Admin for dhakanews 11-Sep-2017 0 Comments

ক্যামেরা আর স্মার্টফোনের দরকার কখনো একসঙ্গে হয়েছে? প্রশ্নটির উত্তরে অনেকেই হয়তো বলবেন, কারো বা কাজ-সূত্রে আবার কারোর বা ব্যক্তিগত সখের জন্য দরকার হয়েছে। কিন্তু, স্মার্টফোন বিচারে ক্যামেরার গুরুত্ব যথেষ্টই।

তাই পাঠকদের জন্য রইল ২০ হাজার টাকার নিচের দামে সেরা কয়েকটি স্মার্টফোনের ভাণ্ডার, যেসবের ক্যামেরাও মনের মতো। আসুন জেনে নেওয়া যাক

১. লেনোভো কে৬ নোট

দাম মাত্র ১২,৬২৩ টাকা। কে৬-এর ব্যাটারি আর ক্যামেরা- দুটিই বেশ ভালো। স্বল্প দামের স্মার্টফোনেও ভালো ছবি তোলার আনন্দ পাবেন লেনোভো কে৬ নোট-এ।

২. জিওনি এস৬ এস


জিওনি’র সেরা প্রোডাক্ট বলা হয় এই ফোনটিকে। এই ফোনে ছবি ভালো ওঠে, তবে সেলফির মজা কম। রিয়ার ক্যামেরার তুলনায় ফ্রন্ট ক্যামেরা ততটা উপযোগী নয়।

৩. ইনফোকাস এপিক ১


রিয়ার ক্যামেরা যথেষ্ট ভালো। ফোনটির এইচডি ডিসপ্লে অন্যতম ইউএসপি।

৪. অনার ৮ লাইট


ক্যামেরার জন্য ফোনটির সুনাম রয়েছে। কিন্তু, চার্জিংয়ের সমস্যা নিয়ে অভিযোগ কম নয়। চার্জ নিতে সময় নেয় বলে গ্রাহকদের অভিযোগ রয়েছে।

৫. মটো জি৫ প্লাস


সম্প্রতি মটো সিরিজের স্মার্টফোনগুলি বাজারে বেশ জনপ্রিয় হয়েছে। দাম মাত্র ১৮ থেকে ২০ হাজার। আর তাতেই ৪জিবি র‌্যাম। এই দামে অন্যতম সেরা ফোন বলা হচ্ছে মটো জি৫ প্লাস-কে। কম আলোতে ছবি নিয়ে সমস্যা থাকলেও, মটো জি৫ প্লাস এককথায় ‘পয়সা উসুল’ ফোন।
সূত্র : টাইমস অফ ইন্ডিয়া

More from my site

Blog Categories

Popular Posts