Welcome to Our Blog

হুয়াউই মেট ৯ : পেছনে থাকছে ১২ ও ২০ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা

by Admin for IT News 01-Nov-2016 0 Comments

এ মাসের ৩ তারিখেই আসছে হুয়াউই মেট ৯। স্মার্টফোনটির তথ্য ফাঁস হয়েছে অনলাইনে। এর ক্যামেরা নিয়ে ব্যাপক আগ্রহ ভক্তদের। গিজমোচায়না এক প্রতিবেদনে জানিয়েছে, মেট ৯ পেছনে থাকছে ডুয়াল ক্যামেরা। একটি ১২ মেগাপিক্সেল এবং অন্যটি ২০ মেগাপিক্সেল। এতে থাকতে পারে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। গত সপ্তাহে হুয়াউই নিশ্চিত করেছে যে, ফোনটিতে থাকছে নতুন কিরিন ৯৬০ চিপসেট।

হুয়াউইয়ের সর্বসাম্প্রতিক ফ্ল্যাগশিপ মেট ৯। এতে নতুন পার্পল রং যোগ করা হয়েছে। পর্দা ও স্টোরেজের ভিত্তিতে নতুন নতুন সংস্করণ নিয়ে আসবে এটি।

হুয়াউই মেট ৯-এ পর্দাটি হবে ৫.৯ বা ৬ ইঞ্চি। ফাঁসকৃত তথ্যে বলা হয়, দুই ধরনের ডিসপ্লে নিয়ে আসবে। একটি রেগুলার ফ্ল্যাট স্ক্রিন এবং অন্যটি দুই পাশে কার্ভড নিয়ে। এতে থাকবে ৪ বা ৬ জিবি র‌্যাম। অভ্যন্তরীন স্টোরেজ থাকছে ৬৪ জিবি, ১২৮ জিবি এবং ২৫৬ জিবি।

জার্মানির মিউনিখে ফোনটি উদ্বোধন করা হবে। হতে পারে এর অপারেটিং সিস্টেম থাকবে গুগলে সর্বসাম্প্রতিক অ্যান্ড্রয়েড নুগেট। ইতিমধ্যে উদ্বোধনী অনুষ্ঠানের তারিখ নিশ্চিত করা হয়েছে নির্মাতার অফিসিয়াল টুইটারে। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

More from my site

Leave a Reply