হ্যা আপনিও পারবেন আপনার এন্ড্রয়েড টিভি দেখতে কোন রকম ইন্টারনেট কানেশন ছাড়া :
হ্যা আপনিও পারবেন আপনার এন্ড্রয়েড এ OTG সাপোর্ট করে এমন ফোনে টিভি দেখতে পারবেন তবে সেটা কোন রকম ইন্টারনেট কানেশন ছাড়া ।
ডিভাইসটি হচ্ছে টিভি কার্ড আর এটি শুধুমাত্র এন্ড্রয়েড ডিভাইসে চলবে এটি Aver Media কোম্পানির।
কানেশনের কোনো ঝামেলা নেই শুধু প্লাগ ইন করবেন চলুন দেখি কিভাবে ডিভাইসটি প্লে করে টিভি দেখবেন।
প্রথমেই প্লে স্টোর থেকে Aver TV Mobile সফটওয়্যার টি ডাউনলোড করেন
তারপর ওপেন করার আগে ডিভাইসটি প্লাগ ইন করে নিন তারপর সিম্পলি চ্যানেল স্ক্যান করুন আর উপভোগ করুন।
আপনি চাইলে এটি থেকে যেকোনো ধরনের অনুষ্ঠান ইচ্ছেমত আপনার মেমোরি কার্ড এ সংরক্ষণ করে রাখতে পারেন।