Welcome to Our Blog

৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ফোন আনছে মটোরোলা

by Admin for dhakanews 05-Jul-2017 0 Comments

মটোরোলার ফোন একসময় বাজার কাপিয়েছিল। মাঝখানে এই সংস্থার ফোনের টি-আরপি একটু পড়ে গেলেও আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। এবার মটোরোলা শক্তিশালী ব্যাটারির একটি ফোন আনতে কাজ করছে।

ফোনটির মডেল ‘মটো E4 প্লাস’। এতে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে। ফোনটির শিগ্রি বাজারে আসবে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি এই ফোনটির টিজার অনলাইনে প্রকাশ হয়েছে।

‘মটো E4 প্লাস’ মটো জি5 সিরিজের সঙ্গে মিল আছে। এর হোম বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। ফোনটি অ্যানড্রয়েড ৭.১ নুগাটা অপারেটিং সিস্টেম চলবে। ফোনটিতে আছে ৫.৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ৭২০x১০৮০ পিক্সেল। এতে ১.৪ গিগাহার্জের কোয়াডকোর স্ন্যাপড্রাগন ৪২৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে ২ জিবি র‌্যাম। দুটি মেমোরি ভার্সনে ফোনটি পাওয়া যাবে। একটি ১৬ জিবির। অন্যটি ৩২ জিবির।

মটোরোলার নতুন ফোনটিতে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় অটোফোকাস টেকনোলজিও ব্যবহার করা হয়েছে। ফ্রন্টে আছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা।

More from my site

Leave a Reply