Welcome to Our Blog

সবচেয়ে বড় হাইটেক পার্ক হচ্ছে সিলেটে

by Admin for dhakanews 26-Aug-2017 0 Comments

সিলেটে নির্মিতব্য বিশেষায়িত আইটি পার্কটিই হচ্ছে দেশের সবচেয়ে বড় হাইটেক পার্ক বা ইলেকট্রনিক সিটি। শনিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সিএসই কার্নিভাল ২০১৭-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বত্তৃদ্ধতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ এ তথ্য জানান। সিলেট শহর থেকে ২০ কিলোমিটার দূরে কোম্পানীগঞ্জে ১৬২ একর জায়গায় হাইটেক পার্কটি নির্মাণে ব্যয় পড়বে ৩৭৮ কোটি টাকা। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক আব্দুর রহিম বলেন, ‘আয়তনের দিক থেকে এটিই হবে দেশের সবচেয়ে বড় হাইটেক পার্ক। ইতিমধ্যে দেশি-বিদেশি অনেক প্রতিষ্ঠানই এখানে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। এখানে ৫০ হাজার লোকের কর্মসংস্থান হবে। ’

এর আগে বিশ্ববিদ্যালয়ের বিগ ডাটা অ্যানালিটিকস ল্যাবেরও উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে জানানো হয়, বিপুলসংখ্যক ডাটা দেখভাল করার মতো অবস্থা সাধারণ ডাটাবেইসের নেই। এর জন্য দরকার আরো উন্নত প্রযুক্তি, উন্নত গবেষণা। এ জন্যই বিগ ডাটা অ্যানালিটিকস ল্যাবটি চালু হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের আইটি বিজনেস ইনকিউবিশন সেন্টারের জন্য আইসিটি মন্ত্রণালয় থেকে বিশেষ বরাদ্দেরও ঘোষণা দেন প্রতিমন্ত্রী।

More from my site