Web Design In Bangladesh

Web design Bangladesh is the best website design and development provider in Bangladesh. In this digital world there’s not a single company who doesn’t own a website. If you want a website for your company or for your personal use then we are here to design your website in a cheap rate.

We develop both static and dynamic websites as per client’s requirements. If you need e-commerce site, news portal site, personal site or any business site then we can do it for you at a very reasonable cost. Our developers are also there to provide the full support if you need any customization further.

Apex website list for free backlink checker tools.

Web world has many backlink checker sites. But today only some sites will be shared. We can create plenty of  backlink for our site. But more important is to create quality backlink. Every website holder and marketer should know about quality backlink and the proper quantity. At the current time Google envisages quality backlink not quantity.

If you have quality inbound links to your website or blog , that favor you to increase your websites ranking with Page rank. With the assistance of these tools you can compute your websites backlinks and its quality, quantity, link examination etc. In this article I will try to provide you the ideal website backlink checker tools. These websites tools also support you to internal linking of your website to develop search ranking in Google.

Why backlink checker tools is important for your website or blog :

Backlink is to create content on high rank blog site or website and without spamming include nicely your site link in these website. Backlink checker tools are needed to know how many backlinks are using on the site. Quick backlinks tool helps us to perform basic analysis quickly for a domain or page.

Best online backlink checker tools :

  1. Ahrefs Backlinks Report : This is a superior backlink checker site. About six billion pages crawled each day on that site. But the site is not totally free for check backlink. It requires 7 dollar only for 7 day trial.
  2. Alexa : In alexa site shows some backlinks in search by typing domain name , but if you look for more then you have to pay.
  3. Backlink watch : If you want to show your sites “ Anchor ” text, pagerank, total outbound links on that page, and nofollow flag for each of your inbound then this site is better.
  1. Indesicon – Free Backlink Checker : There are quite few free backlink checker services out there at the moment , but this one is separate. This is not an automated service that just uses the API of Ahref or Moz , this is performed manually by Rick Lomas , a Certified Link Research Tools Xpert using the link Research Tools Quick Backlinks Tools.
  1. Linkbird: With linkbird we can delineate and administer complex content marketing process in one single tool. It fuses all steps necessary for a holistic and modern SEO and content strategy of today.
  1. Linkody : This site will send you notifications when you gain new backlinks and when they are removed. No need to check your backlinks again.
  1. Majestic : Majestic surveys and maps the Internet and has created the largest commercial link Intelligence database in the world. It is always revisiting web pages and sees around a billion URLs a day.
  1. Moonsearch : Moonsearch.com is a cutting-edge free service that enables you to acquire all detailed stats about the website and metering its true value.
  1. Semrush : Semrush started out in 2008 as a small group of SEO and IT specialists united by one mission to make online competition fair and transparent, with equal opportunities for everyone.
  1. Seokick : In Germany, the SEOkicks Backlink Checker has been one of the most frequently used backlink databases for some time now.

Thank you everyone to reading this article. If you want to know more about technology, web hosting and domain then you can visit our website.

Thank goes for our blog partner Dhaka Web Host Ltd.

ইন্টারনেটে এক মিনিটে কী কী ঘটে?

বিশ্বব্যাপী ইন্টারনেটের পরিসর দিন দিন বাড়ছে। ইন্টারনেটের মাত্রা এত ব্যাপক যে এতে মাস ভিত্তিতে তথ্য দেখার পরিসংখ্যান বা দৈনিক ভিত্তিতে তথ্য দেখার পরিসংখ্যানগুলো বোঝা ভার। প্রতি দিনে ইন্টারনেটভিত্তিক বিভিন্ন সেবার মাধ্যমে কী পরিমাণ তথ্য আদান-প্রদান, ভিডিও দেখা, ছবি আপলোড বা ব্রাউজিং করা হয়, তা-ও বোঝা মুশকিল। ইন্টারনেটে প্রতি দিন বা মাসে নয়, প্রতি ৬০ সেকেন্ডে (এক মিনিটে) কী ধরনের ডেটা তথ্য লেনদেন ও অর্থ ব্যয় হয়, তার একটি তালিকা সম্প্রতি প্রকাশিত হয়েছে। প্রতি মিনিটে ইন্টারনেটে কী কী ঘটে, তা-ও বলা হয়েছে সেই তালিকায়।

ছবি শেয়ারিংয়ের সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে প্রতি মিনিটে শেয়ার হয় ৪৬ হাজার ২০০ ছবি। আর এতে ব্যয় করা হয় ৭ লাখ ৫১ হাজার ৫২২ ডলার। ১৮ লাখ স্ন্যাপ সৃষ্টির পাশাপাশি প্রতি মিনিটে টিন্ডারে ৯ লাখ ৯০ হাজার সোয়াইপ গণনা করা হয়। ইন্টারনেট ব্যবহারকারীরা নানান তথ্য খোঁজার জন্য প্রতি মিনিটে ৩৫ লাখ বার অনুসন্ধান করেন গুগলে।

ছবি: রয়টার্স
ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবে ৬০ সেকেন্ডে ৪১ লাখ ভিডিও দেখা হয়। টুইটারের মাধ্যমে প্রতি মিনিটে ৪ লাখ ৫২ হাজার ২০০ টুইট করা হয়। ফেসবুকে প্রতি মিনিটে ৯ লাখ বার লগইন হয়। মেসেঞ্জার ব্যবহার করে মিনিটে ১৫ হাজার জিআইএফ পাঠানো হয়।

২০০ কোটি সক্রিয় ব্যবহারকারী প্রতি মাসে ফেসবুক ব্যবহার করেন। এর অর্থ হলো বিশ্বের মোট জনসংখ্যার ২৫ শতাংশের বেশি মানুষ বছরের যেকোনো এক মাসে অন্তত একবার ঢুঁ মারেন সামাজিক যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় এই মাধ্যমে।

ছবি: রয়টার্স
গুগলের প্লে স্টোর থেকে ৩ লাখ ৪২ হাজার অ্যাপ ডাউনলোড করা হয় প্রতি এক মিনিটে। হিসাবটা সহজেই ঘণ্টা, দিনে মিলিয়ে নিতে পারেন।

ছবি সংগৃহীত
পেশাজীবীদের জন্য সামাজিক যোগাযোগের ওয়েবসাইট লিঙ্কডইনে প্রতি সেকেন্ডে দুটি করে অ্যাকাউন্ট খোলা হয়, অর্থাৎ মিনিটে ১২০টি।

আমরা যখন ইন্টারনেটে এক মিনিট ধরে ব্যস্ত সময় পার করছি, ঠিক সে সময় সারা বিশ্বে নিজের প্রয়োজনে মানুষ ১৫ কোটি ৬০ লাখ মেইল পাঠাচ্ছে। ইকোনমিক টাইমস ও ভিজ্যুয়ালক্যাপিটালিস্ট অবলম্বনে রাশেদুল আলম

৬ গিগাবাইট র‌্যামযুক্ত স্মার্টফোনগুলো

গত বছর পর্যন্ত ক্যামেরার মেগা পিক্সেলের নিরিখে স্মার্টফোনের জনপ্রিয়তা ওঠানামা করত। কিন্তু এখন মনে হচ্ছে র‌্যামের পরিমাণের নিরিখে স্মার্টফোনের জনপ্রিয়তা ওঠানামা করছে।

এখন যে স্মার্টফোনে যত বেশি গিগাবাইট র‌্যাম আছে সে স্মার্টফোন ততবেশি জনপ্রিয় হচ্ছে। ফলে ওয়ান প্লাস থেকে শুরু করে স্যামসাং, জেডটিই নুবিয়া এবং কুলপ্যাডও ৬ গিগাবাইট র‌্যামযুক্ত স্মার্টফোন বাজারে এনেছে। বাংলাদেশের বাজারে ৬ গিগাবাইট র‌্যামযুক্ত যে স্মার্টফোনগুলো পাওয়া যায়…

১. কুলপ্যাড কুল প্লে ৬
চীনা স্মার্টফোন ব্র্যান্ড কুলপ্যাডের কুল প্লে ৬ বাজারে আসবে আগামী মাসের প্রথম সপ্তাহে। ৪ সেপ্টেম্বর ভারতের বাজারে বিক্রি শুরু হবে ফোনটির। ভারতে এর দাম পড়বে ১৪,৯৯৯ রুপি। আর বাংলাদেশে দাম পড়বে ২২,৯৯০ টাকা। ৬গিগাবাইট র‌্যামের পাশাপাশি এতে আরো থাকবে ৫.৫ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে, অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৬৫৩ প্রসেসর, ৬৪ গিগাবাইট ইনবিল্ট স্টোরেজ, ডুয়াল ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা সেটআপ, ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং ৪০০০ এমএএইচ ব্যাটারি।

২. ওয়ান প্লাস ৫
গত জুন মাসে ৬জিবি এবং ৮জিবি র‌্যামের দুটি ভিন্ন সংস্করণে বাজারে আসে এই স্মার্টফোনটি। এর ৬৪ গিগাবাইট স্টোরেজযুক্ত ফোনটির দাম ৪৪,৯০০ টাকা।

আর ১২৮ জিবি স্টোরেজযুক্ত ফোনটির দাম পড়বে ৪৯,৯০০ টাকা। এতে আরো আছে ৫.৫ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর, ৬৪ গিগাবাইটের ইনবিল্ট স্টোরেজ, ১৬ মেগাপিক্সেল + ২০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং ৩৩০০ এমএএইচ ব্যাটারি।

৩.  স্যামসাং গ্যালাক্সি এস ৮ প্লাস
গত এপ্রিলে প্রথমে ৪ গিগাবাইট র‌্যামসহ বাজারে আসে স্মার্টফোনটি। পরে জুনে এতে ৬গিগিবাইট র‌্যামযুক্ত করে নতুন সংস্করণ পুনরায় বাজারে ছাড়া হয়। বাংলাদেশে স্মার্টফোনটির দাম ৮৩,৯০০ টাকা। এতে আরো আছে ৬.২ ইঞ্চি কোয়াড এইচডি (২৯৬০x১৪৪০) ডিসপ্লে, অক্টাকোর এক্সিনোস প্রসেসর, ১২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ১২৮ গিগাবাইট ইনবিল্ট স্টোরেজ এবং ৩৫০০ এমএএইচ ব্যাটারি।

৪. এইচটিসি ইউ ১১
গত মানে বাজারে আসা ৬জিবি র‌্যামযুক্ত এই ফোনটি বাংলাদেশে বিক্রি হচ্ছে ৬৯,৯৯০ টাকায়। এতে আরো আছে ৫.৫ ইঞ্চি কিউএইচডি (২৫৬০x১৪৪০ পিক্সেল) ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর, ১২৮ গিগাবাইট এক্সপান্ডেবল স্টোরেজ, ১২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ৩০০০ এমএএইচ ব্যাটারি।

৫. হুয়াওয়ে অনার ৮ প্রো
বাংলাদেশের বাজারে ফোনটির দাম পড়বে ৪৭,৯০০ টাকা। ৪জিবি/৬জিবি র‌্যামের পাশাপাশি এতে আরো আছে ৫.৭ ইঞ্চি কিউএইচডি ডিসপ্লে, কিরিন ৯৬০ প্রসেসর, ১২৮ জিবি এক্সপান্ডেবল স্টোরেজ, অ্যান্ড্রয়েড ৭.০ নুগেট, ১২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ৪০০০ এমএএইচ ব্যাটারি।

৬. স্যামসাং গ্যালাক্সি সি ৯ প্রো
এটি স্যামসাং কম্পানির প্রথম ৬জিবি র‌্যামযুক্ত স্মার্টফোনগুলোর একটি। বাংলাদেশের বাজারে এর দাম ৪৪,৯০০ টাকা। এতে আরো আছে ৬ ইঞ্চি ফুল এইচডি (১০৮০x১৯২০ পিক্সেল) ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৩৫ প্রসেসর, ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা এবং ৪০০০ এমএএইচ ব্যাটারি।

৭. স্যামসাং গ্যালাক্সি নোট ৮
এটি বাজারে আসবে সেপ্টেম্বরের মাঝামাঝি। এটির আগে স্যামসাং গ্যালাক্সি নোট ৬ ছিল স্যামসাংয়ের প্রথম স্মার্টফোন যেটিতে ডুয়াল রিয়ার ক্যামেরা ছিল। ৬জিবি র‌্যামের পাশাপাশি গ্যালাক্সি নোট ৮-এ আরো থাকবে ৬.৩ ইঞ্চি কোয়াড এইচডি+ সুপার অ্যামোলেড ‘ইনিফিনিটি’ ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর, ৬৪ গিগাবাইট/১২৮ গিগাবাইট এবং ২৫৬ গিগাবাইট স্টোরেজ, দুটি ১২ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেন্সর, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ৩৩০০ এমএএইচ ব্যাটারি।
সূত্র : টাইমস অফ ইন্ডিয়া, গ্যাজেটস নাউ

মাত্র ৩৮০ টাকায় মোবাইল ফোন!

ভারতে ফিচার ফোনের বাজার ধরতে মাথা ঘুরিয়ে দেওয়ার মতো অফার দিয়েছে রিলায়েন্স জিও। মাত্র ১৫০০ রুপিতে ফোর জি ফোন আনছে তারা।

সেটাও আবার ফেরত মিলবে ৩৬ মাস পর। মুকেশ আম্বানির সংস্থাকে অবশ্য ফাঁকা মাঠে গোল দিতে নারাজ আর এক ভারতীয় সংস্থা ডিটেল। তারা এবার মাত্র ২৯৯ রুপিতে ফিচার ফোন এনেছে। যার বাংলাদেশি মূল্য প্রায় ৩৮০ টাকা। সিঙ্গল সিমের সাদা-কালো ফোনটি সংস্থার ওয়েবসাইট থেকেই বুক করা যাবে।

২৪ আগস্ট থেকে শুরু হচ্ছে জিওর ফিচার ফোনের বুকিং। ভারতের প্রায় ৫০ কোটি ফিচার ফোন গ্রাহককে ধরাই জিওর টার্গেট। এই বিশাল বাজারে ভাগ বসাতে, বলা ভাল রিলায়েন্সকে টক্কর দিতে নেমে পড়েছে ডিটেল। জিওর মোবাইলের জন্য যেখানে ১৫০০ রুপি দিতে হচ্ছে, সেখানে মাত্র ২৯৯ রুপিতেই এই ফোন পাওয়া যাবে।

নতুন ফোনের মডেলের নাম ডিটেল ডি-১। যা ইতোমধ্যে বিক্রিও শুরু হয়েছে।

১.৪৪ ইঞ্চি ডিসপ্লে

৬৫০ এমএএইচ ব্যাটারি

সিঙ্গল সিম

টর্চ লাইট

ফোনবুক

এফএম রেডিও

স্পিকার

ভাইব্রেশন মোড

টু-জি নেটওয়ার্ক

সংস্থার দাবি এই ফোনের ব্যাটারি বেশ ভাল। ১৫ দিন পর্যন্ত চার্জ থাকতে পারে। ডিটেলের ধারণা এত কম দামই তাদের ইউএসপি।

সেরা ক্যামেরাযুক্ত কমদামের স্মার্টফোনগুলো

ক্যামেরা আর স্মার্টফোনের দরকার কখনো একসঙ্গে হয়েছে? প্রশ্নটির উত্তরে অনেকেই হয়তো বলবেন, কারো বা কাজ-সূত্রে আবার কারোর বা ব্যক্তিগত সখের জন্য দরকার হয়েছে। কিন্তু, স্মার্টফোন বিচারে ক্যামেরার গুরুত্ব যথেষ্টই।

তাই পাঠকদের জন্য রইল ২০ হাজার টাকার নিচের দামে সেরা কয়েকটি স্মার্টফোনের ভাণ্ডার, যেসবের ক্যামেরাও মনের মতো। আসুন জেনে নেওয়া যাক

১. লেনোভো কে৬ নোট

দাম মাত্র ১২,৬২৩ টাকা। কে৬-এর ব্যাটারি আর ক্যামেরা- দুটিই বেশ ভালো। স্বল্প দামের স্মার্টফোনেও ভালো ছবি তোলার আনন্দ পাবেন লেনোভো কে৬ নোট-এ।

২. জিওনি এস৬ এস


জিওনি’র সেরা প্রোডাক্ট বলা হয় এই ফোনটিকে। এই ফোনে ছবি ভালো ওঠে, তবে সেলফির মজা কম। রিয়ার ক্যামেরার তুলনায় ফ্রন্ট ক্যামেরা ততটা উপযোগী নয়।

৩. ইনফোকাস এপিক ১


রিয়ার ক্যামেরা যথেষ্ট ভালো। ফোনটির এইচডি ডিসপ্লে অন্যতম ইউএসপি।

৪. অনার ৮ লাইট


ক্যামেরার জন্য ফোনটির সুনাম রয়েছে। কিন্তু, চার্জিংয়ের সমস্যা নিয়ে অভিযোগ কম নয়। চার্জ নিতে সময় নেয় বলে গ্রাহকদের অভিযোগ রয়েছে।

৫. মটো জি৫ প্লাস


সম্প্রতি মটো সিরিজের স্মার্টফোনগুলি বাজারে বেশ জনপ্রিয় হয়েছে। দাম মাত্র ১৮ থেকে ২০ হাজার। আর তাতেই ৪জিবি র‌্যাম। এই দামে অন্যতম সেরা ফোন বলা হচ্ছে মটো জি৫ প্লাস-কে। কম আলোতে ছবি নিয়ে সমস্যা থাকলেও, মটো জি৫ প্লাস এককথায় ‘পয়সা উসুল’ ফোন।
সূত্র : টাইমস অফ ইন্ডিয়া

১০ জিবি র‍্যাম নিয়ে বাজারে আসছে ওয়ানপ্লাস সিক্স মোবাইল

শিগগিরই বাজারে আসছে ওয়ানপ্লাস সিক্স। এই ফোনটিতে বলা হচ্ছে ওয়ানপ্লাস ‘সিক্স মনস্টার’। ফোনটি বাজারে আসার আগেই টেক ওয়ার্ল্ড মাতিয়ে রেখেছে। তার কারণ ফোনটিতে ১০ জিবি র‌্যাম ও ৫১২ জিবি রম থাকবে।

ওয়ান প্লাস ওয়ান নামের হ্যান্ডসেট দিয়ে বাজারে আসে এই সংস্থা। ওয়ান প্লাসের প্রথম ফোনটিই প্রথম থেকে সারা বিশ্বে বেশ সাড়া ফেলে। এরপর বাজারে আসে ওয়ান প্লাস টু, ওয়ান প্লাস মিনি এবং ওয়ান প্লাস থ্রিটি। এই ব্র্যান্ডের সর্বশেষ ফোন ওয়ান প্লাস ফাইভ।

এই ফোনটিতে ৮ জিবি র‌্যাম ব্যবহার করা হয়েছিল। এবার আসছে ওয়ান প্লাস সিক্স। ওয়ানপ্লাস সিক্স ফোনটিতে থাকবে ৫.৭ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে।

এতে বেজেল লেস ফোরকে রেজুলেশনের ডিসপ্লে ব্যবহার করা হবে। থাকছে কোয়ালকমের এমএসএম৮৯৯৮ স্ন্যাপড্রাগন ৮৩৬ প্রসেসর। দুটি মেমোরি ভার্সনে ফোনটি পাওয়া যাবে। একটিতে থাকবে ২৫৬ জিবি রম, অন্যটিতে ৫১২ জিবি র‌ম। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি আরও ৫১২ জিবি রম ব্যবহার করা যাবে।

ওয়ানপ্লাসের নতুন ফোনটি অ্যানড্রয়েড ওরিও এইট পয়েন্ট জিরো অপারেটিং সিস্টেমে চলবে। ফোনটির ব্যাটারি হবে ৬৬০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের নন রিমুভেবল। ফোনটি হবে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। এছাড়া এই ফোনটিতে থাকবে ৩২ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা এবং ২৪ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটির দাম হতে হতে পারে ৫৫০ ডলার।