Welcome to Our Blog

বিজ্ঞানীরা বলছেন, ফেসবুক ভরে গেছে অতৃপ্ত আত্মায়!

by Admin for IT News 15-Mar-2017 0 Comments

সোশ্যাল মিডিয়া যেখানে গোটা বিশ্বকে ‘গ্লোবাল ভিলেজ’ বলতে শিখিয়েছে, সেখানে আদতে দেখা যাচ্ছে, কাজটা হচ্ছে ঠিক উল্টো। সোশ্যাল মিডিয়া প্রতিদিন মানুষকে একা ও অবসাদগ্রস্ত তৈরি করছে। ইউনিভার্সিটি অফ পিটসবার্গের সমীক্ষা বলছে, যারা যত বেশি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ, তাদের মধ্যে একাকিত্ব সবচেয়ে বেশি। সঙ্গে বাড়ছে অবসাদও।

পিটসবার্গ ইউনিভার্সিটির বিশেষজ্ঞরা ১৯ থেকে ৩২ বছর পর্যন্ত ১ হাজার ৭৮৭ জনের উপর সমীক্ষা চালান। পর্যবেক্ষণ করা হয় ১১টি সোশ্যাল মিডিয়ার উপর। ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, গুগল প্লাস, স্ন্যাপচ্যাট, রেডিট, টাম্বলার ও লিঙ্কডইন। সমীক্ষার রেজাল্টে তাজ্জব হয়ে যান বিশেষজ্ঞরা। দেখা যায়, এই ১১টি সোশ্যাল মিডিয়ায় যে মানুষগুলি দিনের বেশির ভাগ সময় ব্যয় করনে, তাঁদের মধ্যে একাকিত্ব প্রবল।

সমীক্ষার রেজাল্ট বলছে, যাঁরা প্রতি সপ্তাহে ৫৮ বারের বেশি সোশ্যাল মিডিয়ায় ভিজিট করেন, তাঁদের একাকিত্ব ৩ গুণ বেশি তাঁদের চেয়ে, যাঁরা কিনা সপ্তাহে ৯ বার বা তার কম অনলাইন হন।

More from my site

Leave a Reply