Welcome to Our Blog

জিওনি এম৬এস প্লাস : ব্যাটারি আর র‍্যাম দুটোই দানব!

by Admin for IT News 26-Apr-2017 0 Comments

একটা দানব বাজারে ছেড়েছে জিওনি। চীনের বাজারে পাওয়া যাচ্ছে তাদের নতুন এম৬এস প্লাস স্মার্টফোন। এতে কিছু স্পেসিফিকেশন রয়েছে যা সত্যিকার অর্থেই আপনাকে অবাক করবে।

যে কেউ অবাক হবেন এর ব্যাটারির শক্তি আর র‍্যামের গতি প্রযুক্তিপ্রেমীদের উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। সারাদিন নির্বিঘ্নে চলার জন্য ৬০২০এমএএইচ শক্তির ব্যাটারি দেওয়া হয়েছে এতে। আর র‍্যাম থাকছে ৬ জিবি। দুই সংস্করণে অভ্যন্তরে স্টোরেজ দেওয়া হয়েছে ৬৪ জিবি এবং ২৫৬ জিবি। চীনের বাজারে দুই সংস্করণের দাম যথাক্রমে ৩৪৯৯ ইয়েন এবং ৪২৯৯ ইয়েন। খুব দ্রুতই বিশ্বের অন্যান্য বাজারে ছড়িয়ে পড়বে ফোনটি।

অন্যান্য স্পেসিফিকেশনও আগ্রহ কেড়ে নেবে। ডুয়াল সিমের জিওনি এম৬এস প্লাস চলবে অ্যামিগো৩.৫ অপারেটিং ভিত্তিক অ্যান্ড্রয়েড ৬.০ মার্শমেলোতে। ৬ ইঞ্চি ফুল এইচডি অনসেল অ্যামোলেড ডিসপ্লে রয়েছে এতে। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৫৩ এসওসি চিপসেট দেওয়া হয়েছে। এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও আছে।

পেছনে ১২ মেগাপিক্সেলের ক্যামেরার সঙ্গে রয়েছে এলইডি ফ্ল্যাশ। আর সামনে আছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। অনেকগুলো সেন্সরও রয়েছে এতে।

More from my site

Leave a Reply