ন্ত্রিক অক্টোপাস, করে দেবে ছোটখাটো কাজ
জার্মানির এক রোবট নির্মাণ প্রতিষ্ঠান সম্প্রতি বানিয়েছে এক যন্ত্র। এটি একটি যান্ত্রিক অক্টোপাসের কর্ষিকা। অতি সাধারণ কাজ করে এই শুঁড়।
এর নাম রাখা হয়েছে অক্টোপাস গ্রিপার। এটি ছোট ছোট বস্তু তুলতে, ধরে রাখতে এবং আবার জায়গামতো রেখে দিতে পারে। অক্টোপাসের শুঁড়ের কর্ষিকার মতো শোষক এবং কম্প্রেসড বাতাসের ব্যবহারে সে কাজগুলো করে। এটি একেবারে আসল অক্টোপাসের মতোই নড়াচড়া করে। এমনটাই দাবি করেছে নির্মাতা প্রতিষ্ঠান ‘ফেস্টো’।
তারা জানায়, এর শুঁড়ে রয়েছে নরম সিলিকন কাঠামো। একে নিয়ন্ত্রণ করা যায়। এতে কাজ করে কম্প্রেসড বাতাস। কর্ষিকার মতো শুঁড়টি ভেতরের দিকে ভাঁজ হয়ে কোনো জিনিস ধরে। গোটা কাজটি বেশ সুষমভাবেই করতে পারে এই যন্ত্র।
বস্তুটিকে একবার ধরার পর এর কর্ষিকাগুলো সাকশন কাপগুলোকে বায়ুশূন্য করে ফেলে। বাতাস এবং দুই সারির অক্টোপাসের মতো শোষক জিনিসটিকে নিরাপত্তা দেয়।
এটা ফেস্টোর অদ্ভুত এক যন্ত্র। ইউটিউবের পেজে যন্ত্রটি বেশ জনপ্রিয় হয়েছে। প্রকৃতির যান্ত্রিক রূপ পছন্দ করছেন সবাই।