হলোগ্রাফিক স্মার্টফোন আনছে রেড
ভার্চুয়াল ও অগমেন্টেড রিয়ালিটি প্রযুক্তি সুবিধার হলোগ্রাফিক স্মার্টফোন তৈরির ঘোষণা দিয়েছে রেড। ‘হাইড্রোজেন’ নামের স্মার্টফোনটিতে ত্রিমাত্রিক ছবি বা ভিডিও দেখা যাবে। অর্থাৎ স্ক্রিনের ভেতরে নয়, বরং স্ক্রিনের বাইরে নির্দিষ্ট বস্তু বা ব্যক্তির চেহারার অবয়ব দেখা যাবে। এসব ছবি দেখার জন্য ব্যবহারকারীদের আলাদা করে ভার্চুয়াল হেডসেট বা ত্রিমাত্রিক (থ্রিডি) চশমাও পরতে হবে না। তবে ভিডিওগুলো কিভাবে প্রদর্শন করা হবে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। ৫.৭ ইঞ্চি স্ক্রিনের স্মার্টফোনটি চলবে অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে।
স্মার্টফোনটি আগামী বছর বাজারে আসার সম্ভাবনা রয়েছে। দাম হবে এক হাজার ডলারের বেশি।
টেক প্রতিদিন ডেস্ক, সূত্র : ডেইলি মেইল