Welcome to Our Blog

গুগলে আসছে নতুন সাইন-ইন ইন্টারফেস

by Admin for IT News 05-Apr-2017 0 Comments

গুগলের সাইন-ইন ইউজার ইন্টারফেসে পরিবর্তন আসবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এর ওয়েব সেবা ও সার্চ ইঞ্জিনে সাইন-ইনের ক্ষেত্রে নতুন ইন্টারফেস দেখা যাবে। বিভিন্ন ডিভাইস যেমন কম্পিউটার, ফোন ও ট্যাবলেটে ইন্টারফেসটি ব্যবহারবান্ধব করতে এই উদ্যোগ নিয়েছে শীর্ষ সার্চ ইঞ্জিন প্রতিষ্ঠানটি।

কোম্পানির সাপোর্ট পেজে প্রকাশিত তথ্যমতে, নতুন সাইন-ইন পরিষ্কার, দেখতে সাধারণ ও প্রক্রিয়াটি সহজ করবে। যদিও সাইন-ইন প্রক্রিয়াটিতে কোনো পরিবর্তন আনা হচ্ছে না। আগের মতো ব্যবহারকারীদের ই-মেইল ও পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করতে হবে। যখন ব্যবহারকারীরা কোনো গুগল অ্যাপ বা ব্রাউজারে গুগল সেবায় সাইন-ইন করতে যাবেন, তখন এই নতুন ইউজার ইন্টারফেসটি দেখাবে। গুগল জানিয়েছে, যদি কেউ পুরোনো সংস্করণের ব্রাউজার ব্যবহার করেন কিংবা জাভাস্ক্রিপ্ট বন্ধ রাখেন, তাহলে তাঁরা আগের ইন্টারফেসই দেখতে পাবেন। বর্তমানে লগ-ইন পেজে ব্যবহারকারীদের নতুন ইন্টারফেস আনার বিষয়টি নোটিফিকেশন হিসেবে দেখানো হচ্ছে।

More from my site

Leave a Reply