Welcome to Our Blog

আসছে হ্যালিও সিরিজের নতুন ফোন

by Admin for IT News 07-Mar-2017 0 Comments

হ্যালিও সিরিজের নতুন ফোন ‘এস ২৫’ বাজারে আনার ঘোষণা দিয়েছে এডিসন গ্রুপ। এতে ফিচার হিসেবে পেছনের দিকে ডুয়াল ক্যামেরা যুক্ত করছে প্রতিষ্ঠানটি। পেছনের ক্যামেরা ১৩ ও ৫ মেগাপিক্সেলের। সামনের দিকের ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের।
এডিসন গ্রুপের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিগগিরই ফ্ল্যাগশিপ ফোনটি দেশের বাজারে ছাড়া হবে। ৭ মার্চ থেকে এ ফোনটির জন্য আগাম ফরমাশ নিতে শুরু করছে প্রতিষ্ঠানটি। আগাম ফরমাশদাতারা ফাস্ট ট্রাকের ঘড়ি উপহার পাবেন। হ্যালিও-বিডি ডটকম ও পিকাবু থেকে এ ফরমাশ দেওয়া যাবে।
ফোনটি সাড়ে পাঁচ ইঞ্চি মাপের। এতে থাকছে অক্টাকোর প্রসেসর, ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। ব্যাটারি তিন হাজার মিলিঅ্যাম্পিয়ারের।
ফোনটির দাম ২১ হাজার ৯৯০ টাকা।

More from my site

Leave a Reply