ব্যাটারির রাজা কে১০০০০ প্রো স্মার্টফোন!
আধুনিক স্মার্টফোনগুলোর সবচেয়ে বড় চ্যালেঞ্জটি হলো ব্যাটারি শক্তিমত্তা। স্মার্টফোনের কাজ এতই বেশি যে, এগুলো সারতে প্রচুর শক্তির দরকার। তাই ব্যাটারি যতটা শক্তিশালী, তত বেশি ও দীর্ঘক্ষণ কাজ করা যাবে ফোনে। বড় বড় ব্র্যান্ডের স্মার্টফোন ৩০০০-৪০০০এমএএইচ শক্তির ব্যাটারি দিয়ে ফ্ল্যাগশিপ ফোনগুলো বাজারে আনে। বিশেষভাবে হয়তো ৫০০০এমএএইচ শক্তির ব্যাটারি। এদের সবাইকে ছাপিয়ে চীনের স্মার্টফোন নির্মাতা অকিটেল বানায় কে১০০০০ মডেলের ফোন। একে নিয়ে আলোচনার বিষয় একটিই, এর ব্যাটারি ১০০০০এমএএইচ শক্তির!
আগামী জুনেই কে১০০০০ এর প্রো মডেলটি বাজারে আসবে। এই স্মার্টফোনটি হাতে থাকা মানে রীতিমতো একটি পাওয়ার ব্যাংক নিয়ে ঘোরা। কিন্তু এই বিশাল শক্তির ব্যাটারি চার্জ করতেও তো অনেক সময় লাগার কথা। সে সমস্যা মাথায় রেখেই এবার ১২ভি/২এ ফ্ল্যাশ চার্জার দেবে অকিটেল। এর মাধ্যমে ব্যাটারি চার্জ হতে সময় লাগবে মাত্র ৩ ঘণ্টা।
বাকি স্পেসিফিকেশনও দারুণ। ৫.৫ ইঞ্চি পর্দায় রয়েছে কর্নিং গরিলা গ্লাসের নিরাপত্তা। মিডিয়াটেক এমটি৬৭৫০টি অক্টা-কোর এসওসি প্রসেসর নতুন মডেলকে আরো শক্তিশালী করবে। র্যাম থাকছে ৩ জিবি। অভ্যন্তরে মিলবে ৩২ জিবি স্টোরেজ। যেহেতু ব্যাটারি বেশ শক্তিশালী, তাই এর ওজন ২৯২.৫ গ্রাম।
জুনেই বাজারে ছাড়া হবে এটাকে। দাম সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয়নি। ট্যাগলাইনে বলা হচ্ছে ‘টু বি দ্য কিং’। রাজা হতেই আসছে ফোনটি, ব্যাটারির রাজা। পেছনে ফিঙ্গারপ্রিন্টও থাকবে।