Welcome to Our Blog

সেন্সিনেল স্যাটেলাইট তুলবে পুরো পৃথিবীর ছবি

by Admin for IT News 08-Mar-2017 0 Comments

ইউরোপের নতুন এক মাল্টি বিলিয়ন ইউরো বাজেটের পৃথিবী পর্যবেক্ষণকারী মহাকাশযান ফেঞ্চ গায়ানা থেকে উড্ডয়ন করতে যাচ্ছে।

সেন্সিনেল-২বি নামের এই স্যাটেলাইটে থাকবে অত্যাধুনিক একটি বড় আকারের ক্যামেরা যেটি দৃশ্যমান ও ইনফ্রারেড আলো ব্যবহার করে পুরো পৃথিবী পৃষ্ঠতলের ছবি তুলবে।

এটি মহাকাশে উড্ডয়নের পর সেখানে ইতোমধ্যে প্রদক্ষিণরত সেন্সিনেল-২এ নামের অভিন্ন অপর এক স্যাটেলাইটের সঙ্গে মিলিত হবে। পরবর্তীতে তারা নিজেদের থেকে ১৮০ ডিগ্রী পৃথক অবস্থানে থেকে প্রতি ৫ দিন অন্তর অন্তর মেঘস্তর ভেদ করে পৃথিবীর মানচিত্রের ছবি প্রদান করবে।

সেন্সিনেলকে ইউরোপীয় ইউনিয়নের কোপারনিকাস পরিবেশ পর্যবেক্ষণকারী প্রোগ্রামের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে। ইইউ নীতিকে জোরদারের লক্ষ্যে স্যাটেলাইটটি আগামী কয়েকবছর মহাকাশ থেকে পুরো পৃথিবীকে প্রদক্ষিণের মাধ্যমে জরুরী ও গুরুত্বপূর্ণ ভূব্যবস্থার ছবি ও তথ্য প্রেরণ করবে বলে আশা করা হচ্ছে।

নগর পরিকল্পনা, বায়ুর গুণমান পর্যবেক্ষণ থেকে বন উজাড় এবং হিমবাহ পশ্চাদপসরণ পরিসীমা ইত্যাদির সঠিক তথ্যের জন্য এই ধরণের স্যাটেলাইটের প্রয়োজনীয়তা অনুভব করে আসছিলো ইউরোপীয় ইউনিয়ন।

More from my site

Leave a Reply