Welcome to Our Blog

স্মার্টফোনে দারুণ সব ছবি তোলার সাধারণ কিছু কৌশল

by Admin for dhakanews 31-Aug-2017 0 Comments

স্মার্টফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচারগুলোর মধ্যে অন্যতম ছবি তোলা। এর ক্যামেরা এখন মানুষের আগ্রহ কেড়ে নিয়েছে। এ কারণে প্রতিটা কম্পানি একের পর এক উন্নত ক্যামেরার ফোন বাজারে আনছে। হতাশাজনক হলেও সত্য যে, অধিকাংশ মানুষই ভালো মানের ছবি তোলা রপ্ত করতে পারেননি। এখানে দারুণ ছবি তোলার একেবারে সাদামাটা কিছু টিপস দিয়েছেন বিশেষজ্ঞরা। এতেই আপনি মনের মতো সব ছবি আর ভিডিও করতে পারবেন।
১. যেটা আপনার টার্গেট তাকে কাছে আনতে জুম না করে ক্যামেরাটিকে তার কাছাকাছি নিয়ে যান।

২. কম আলোতে মোবাইলের ফ্ল্যাশ ব্যবহার করুন। স্বল্প আলো ছবির মানের ওপর বিরূপ প্রভাব ফেলে।

৩. চলমান বস্তুর ছবি তুলতে ফ্ল্যাশ ব্যবহার করুন। আর পারলে মোবাইলটিকে এক জায়গায় স্থির অবস্থানে রাখুন।

৪. ক্যামেরার ওপর ধুলোবালি পড়ে থাকে। অনেক সময় আঙুলের ছাপও পড়ে। ছবি তোলার আগে লেন্সটি ভালো করে পরিষ্কার করে নিন।

৫. একাধিক রং যদি ছবির সৌন্দর্য নষ্ট করে তাহলে সাদা-কালো অপশন ব্যবহার করুন। এতে সৌন্দর্য আরো বাড়বে।

৬. ছবির বিস্তারিত আরো স্পষ্ট করতে চাইলে ক্যামেরার এইচডিআর ইমেজ প্রসেসিং প্রযুক্তি ব্যবহার করুন।

৭. আরো ভালো ছবি তুলতে চাইলে মোবাইলে একটি লেন্স লাগিয়ে নিন। রীতিমতো পেশাদার ছবি তুলতে পারবেন।
সূত্র : দুবাই পোস্ট

More from my site