Welcome to Our Blog

বিস্ফোরণ ঠেকাতে ছোট ব্যাটারি নিয়ে ফিরছে গ্যালাক্সি নোট ৭

by Admin for IT News 29-Mar-2017 0 Comments

বাজারে প্রবেশের দুই মাস পর গ্যালাক্সি নোট ৭ ফোনটির ব্যাটারি বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ফলে স্যামসাং বাজার থেকে তাদের ৪.৩ মিলিয়ন ইউনিট ফোন তুলে নিতে বাধ্য হয়। এই লোকসান কাটিয়ে উঠতে রিসাইক্লিংয়ের মাধ্যমে তিন ধাপে ফোনটি ফের বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।
যদিও এর আগে স্যামসাং ঘোষণা দিয়েছিল, তারা নোট ৭ পুরোপুরি ধ্বংস করে ফেলবে। কিন্তু সে সিদ্ধান্ত থেকে সরে এসে তারা এটিকে রিসাইক্লিং করার সিদ্ধান্ত নিয়েছে। নতুন আঙ্গিকে এটি নিয়ে কাজ করা ও বিক্রির জন্য তারা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গেও আলোচনায়ও করেছে।
গত মাসে প্রতিষ্ঠানটি তদন্ত করে জানিয়েছিল, ব্যাটারি সাইজের অস্বাভাকিতার কারণেই বিস্ফোরণের ঘটনা ঘটে। নতুন ভার্সনে ব্যাটারি হবে ছোট যাতে এটি অতিরিক্ত গরম না হয়ে যায় এবং বিস্ফোরণের মতো ঘটনা না ঘটে।
সূত্র: দ্য ভার্জ

More from my site

Leave a Reply