আট বছর পর খোঁজ মিলল হারিয়ে যাওয়া দুটি চন্দ্রযানের
আট বছর পর অবশেষে হারিয়ে যাওয়া দুটি চন্দ্রযানকে খুঁজে পেল নাসা৷ এর মধ্যে একটি ভারতের৷ ২০০৯ সালে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর উদ্যোগে চন্দ্রযান-১ মহাকাশে পাঠানো হয়৷ সেই বছরই আগস্টের শুরুর দিক থেকে সেটির সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না৷ এমনকি নাসার বিজ্ঞানীরাও চন্দ্রযান-১ এর কোনও হদিস পাচ্ছিল না৷ তবে তল্লাশি থামিয়ে দেয়নি মহাকাশ গবেষণায় বিশ্বের অন্যতম সংস্থা নাসা৷ এই বিষয়ে নাসার তরফে বলা হয়েছে, আমরা চন্দ্রযান-১ ও এলআরওকে খুঁজে পেয়েছি৷ চন্দ্রযান -১ কে খুঁজে পাওয়াটা একটু কঠিন ছিল৷ তবে তুলনামূলক সহজ ছিল এলআরওর খোঁজ পাওয়া৷ কারণ সেটি নিজের কক্ষপথেই ঘুরপাক খাচ্ছিল৷
তবে এতদিন কেন এই দুই মহাকাশ যানের সঙ্গে যোগাযোগ করা গেল না ? এই বিষয়ে নাসার তরফে জানানো হয়েছে, এলআরও নিজের কক্ষপথে ঘুরপাক খেলেও তার সঠিক অবস্থানটা বোঝা যাচ্ছিল না৷ সেই কারণে সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়৷ অন্যদিকে ইসরোর পাঠানো চন্দ্রযান-১ পৃথিবী থেকে ২ লক্ষ ৩৭ হাজার মাইলে চলে যায়৷ তবে দুটোকেই এখন খুঁজে পাওয়া গিয়েছে৷