Welcome to Our Blog

শিগগিরই আসছে বিশ্বের সবচেয়ে সুরক্ষিত ফোন

by Admin for IT News 02-May-2017 0 Comments

ফোনের সুরক্ষা নিয়ে ব্যবহারকারীদের দুশ্চিন্তা বরাবরের। ফোন চুরি গেলে বা হারিয়ে গেলে সবার আগে মাথায় ঘোরে ব্যক্তিগত তথ্য খোয়া যাওয়ার চিন্তা। ফোনের তথ্য সুরক্ষিত করতে প্যাটার্ন, পাসওয়ার্ড, ফিঙ্গার প্রিন্ট, রেটিনা স্ক্যান এমনই নানা রকম লক সিস্টেম ব্যবহার করি আমরা। কিন্তু বিশেষজ্ঞরা বলেন, এই লক সিস্টেম ভাঙা খুব একটা জটিল ব্যাপার নয়। তা হলে উপায়?

এই সমস্যারই সমাধান করবেন জন ম্যাকআফি। আমেরিকার এই কম্পিউটার প্রোগ্রামার ও ব্যবসায়ী সম্প্রতি তৈরি করেছেন এই স্মার্টফোন। ফোনটির নামও তাঁর নিজের নামেই।

এমজিটি কর্পোরেশনের হাত ধরে বাজারে আসবে এই ফোন। জনের দাবি, এটিই বিশ্বের সবচেয়ে সুরক্ষিত স্মার্টফোন। কী কী রয়েছে এই ফোনে?

• ফোনের ব্যাক কভারের পিছনে রয়েছে অসংখ্য ছোট সুইচ।
• যার সাহায্যে ফোনের ব্যাটারি, ওয়াইফাই অ্যান্টেনা, ব্লুটুথ, ক্যামেরা, মাইক্রোফোন সবই ফোনের থেকে আলাদা করে দেওয়া যাবে।
• তবে কীভাবে এটি ফোনের সুরক্ষায় কাজ করবে তা খোলসা করে জানাতে চাননি ম্যাকআফি।
• জানা গিয়েছে, স্টিং রে বা আইএমএসআই ক্যাচার জাতীয় ফোন ট্র্যাকার দিয়েও ফোনটিকে ট্র্যাক করা যাবে না।
• এতে রয়েছে ওয়েব সার্চ অ্যানোনিমাইজার।
• ম্যাকআফি একটি টুইটে জানিয়েছেন, অ্যান্ড্রয়েড ভার্সনেই চলবে এই স্মার্টফোনটি।
• ফোনটির প্রাথমিক দাম স্থির হয়েছে ১,১০০ ডলার(প্রায় ৭০,৬০০ টাকা)।
• এ বছরের জুন মাসেই ফোনের প্রথম ভার্সন ‘আলফা’র পরীক্ষা সম্পূর্ণ হবে। এরপরে চলতি বছরের শেষের দিকে আলফা বাজারে পাওয়া যাবে বলে দাবি করেছেন তিনি।
• ২০১৮-তেই এই ফোনের দ্বিতীয় ভার্সন আসবে বাজারে।

More from my site

Leave a Reply