Welcome to Our Blog

টুইটারে লাখ লাখ ভুয়া অ্যাকাউন্ট

by Admin for IT News 26-Jan-2017 0 Comments

টুইটারে নিবন্ধন করা অ্যাকাউন্টের মধ্যে সাড়ে তিন লাখের বেশি ভুয়া অ্যাকাউন্টের খোঁজ মিলেছে। মাইক্রোব্লগিং সাইটটিতে ব্যবহারকারীদের কার্যক্রমের তথ্য খতিয়ে দেখতে গিয়ে ভুয়া অ্যাকাউন্টগুলো আবিষ্কার করেন ইউনিভার্সিটি কলেজ লন্ডনের কম্পিউটারবিজ্ঞানী জোয়ান ইচেভিরিয়া। স্প্যাম বার্তা পাঠানোর পাশাপাশি অন্য ব্যবহারকারীদের ফলোয়ার বৃদ্ধিতে এসব অ্যাকাউন্ট ব্যবহার করা হয়ে থাকে। এমনকি টুইটারে বিভিন্ন বিষয়ে অন্য ব্যবহারকারীদের আগ্রহী করতেও এগুলো ব্যবহার করা হয়ে থাকে।

টুইটারে থাকা ভুয়া অ্যাকাউন্টের প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি বলেও ধারণা করা হচ্ছে। শুধু তাই নয়, এসব অ্যাকাউন্টের বেশির ভাগই সম্ভবত মানুষের বদলে মেশিন বা রোবটের মাধ্যমে পরিচালনা করা হয়ে থাকে বলে জানিয়েছেন জোয়ান। তবে মোট টুইটার অ্যাকাউন্টের মধ্যে ঠিক কতগুলো অ্যাকাউন্ট রোবট পরিচালনা করছে তা নিশ্চিত করে বলা সম্ভব নয় বলে জানান তিনি।

More from my site

Leave a Reply